মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণ সভা বৃহস্পতিবার ২৮ নভেম্বর মহেশখালী উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা হল রুমে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী-কুতুবদিয়ার দুই বারের নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ। সভার শুরুতে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের সরণে দাড়িয়ে একমিনিট নীরবতা পালন করে এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভার প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী কুতুবদিয়া থেকে প্রত্যক্ষ ভোটে দুই দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ এমপি বলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার সমন্বিত গনঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গনঅভ্যুত্থানে নতুন একটি সূচনা হয়েছে। আমরা চাই আধুনিকও বৈষম্যহীন দেশ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না, তিনি আরো বলেন যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং আমরা যোগেযোগে পেয়েছি। সকল আন্দোলনে সবার উপস্থিতি সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না। যারা আন্দোলনে অংশগ্রহণ করে তারা আলোবর্তিকা হিসেবে কাজ করে ও অন্যদের পথ দেখিয়ে নিয়ে যায়। আর যারা গনঅভ্যুত্থানে জীবন দিয়েছে ত্যাগ শিকার করচে দুঃখ দুর্দশা ভোগ করেছে এবং যে মায়েরা সন্তান হারিয়েছে সবারই আত্মত্যাগ সফল হোক। পরিশেষে শহিদ তানভির ছিদ্দিকীর পরিবার কে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন তিনি। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি দীপক ত্রিপুরা, মহেশখালী থানার সেকেন্ড অফিসার আসাদ। ডাঃ মাহ্ফুজ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দিদারুল আলম সমাজ সেবা অফিসার,শহিদ তানভীর ছিদ্দিকীর ম্রদ্ধেয় পিতা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিকি মারমা। স্মরণসভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আহত শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply