তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ডিসেম্বর মাসের তিনটি দিবস উপলক্ষে ১ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ৯ই ডিসেম্বর ফুলপুর মুক্ত দিবস, ১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবি দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা পিআইও অফিসার আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply