তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর অভিযানে পৌর আওয়ামী লীগ নেতা মোঃ নাছিম উদ্দিনকে আটক করে থানায় হস্তান্তর। আটকৃত মোঃ নাছিম উদ্দিন(৪৬) ফুলপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গোদারিয়ার মোঃ নওশের আলী ছেলে। সে পৌর আওয়ামী লীগের সদস্য। অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ মোঃ ইব্রাহিমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে ফুলপুর পৌরসভার এর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী টহল করেন। পরে রাত ১১:২২মিনিটে হালুয়াঘাট রোডে গোলচত্ত্বর সংলগ্ন ইসলামী ব্যাংকের বিপরীত পাশে নাছিমের নিজ হাফ বিল্ডিং বাসা থেকে তাকে আটক করেন। পরে রাত ১২টায় আটকৃত নাছিমকে ফুলপুর থানায় হস্তান্তর করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, বৈষম্য ছাত্র আন্দোলনে নাসিম উদ্দিন অস্ত্র হাতে নিয়ে আন্দোলন করেছেন যা ভিডিও ফুটেছে পোস্টটা দেখা যায় এছাড়াও তার নামে নাশকতার মামলা রয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ৮ নভেম্বর শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
Leave a Reply