জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার, ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আরেফিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) মোঃ তফিকুল আলম,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, সহ উক্ত স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, ৭১ এর যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতা রক্ষার উপর আলোকপাত করেন ও স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গঠনসহ যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনামুলক উপদেশ প্রদান করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, স্কুলে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য ইভেন্ট এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply