পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়ায় আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন “তাজকিয়া” পটিয়া উপজেলার আয়োজনে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাতে পটিয়া উপজেলার কেন্দ্রীয় সৃত্মিসৌধে পুষ্প স্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করেন তাজকিয়া পটিয়া উপজেলা পরিবার। এতে উপস্থিত ছিলেন তাজকিয়া পটিয়া উপজেলার সভাপতি জনাব জামশেদ আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান এবং অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন। তাজকিয়া পটিয়া উপজেলার সভাপতি জামসেদ আলম বলেন, এই দিনে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই দিনে শহীদদের শ্রদ্ধা জানাই। এতে আরো বক্তব্য রাখেন তাজকিয়া পটিয়া সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান এবং অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, সদস্য সাবিত, সদস্য রাজিব হোসেন, নয়ন উদ্দীন, আমজাদ হোসেন, শাহরিয়ার ইসলাম, ইমরান হোসেন বাবলু , মোঃ তারেক প্রমুখ।
Leave a Reply