মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি কায়ছার হামিদ এর দিক-নির্দেশনায়,পুলিশ পরিদর্শক(তদন্ত)জনাব তাজ উদ্দিন এর নেতৃত্বে মহেশখালী থানার বহু আলোচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যোদ্ধা ঘোষণাকারী এসআই মহসীন চৌধুরী পিপিএম সঙ্গীয় এসআই মন্টু দে,এসআই রাইটন দেব,এসআই সাজ্জদ,এসআই মহিউদ্দিন,এসআই জীবন দে,এএসআই এমদাদ,এএসআই শিবল,এএসআই এজাহার সহ ২২ ডিসেম্বর রোজ রবিবার গভীর রাতে মহেশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ১/ বন-০৮/১২ মামলার (৬ মাসের সাজাপ্রাপ্ত)আসামী মোঃ আবদুল্লাহ (৪২),পিতা-তমিজ উদ্দিন,সাং-দীনেশপুর,২/জিআর-৬৫/১২ মামলার (দেড় বছরের সাজাপ্রাপ্ত-ডাবল ওয়ারেন্ট) এর আসামী নুর উদ্দিন(৪৫),পিতা-আহমদ মিয়া,সাং-নলবিলা,চালিয়াতলী,৩/জিআর-১২২/০৬ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী- জয়নাল আবেদীন’দের গ্রেফতার করিতে সক্ষম হয়। আজ ২৩ শে ডিসেম্বর রোজ সোমবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনসার্জ ওসি কাইছার হামিদ চৌধুরী।
Leave a Reply