মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ৮ম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ সাড়ে ৪ বছর পর বাংলাদেশের পেকুয়ায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে যোগ দেবেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী ও ইসলামী আলোচক মুফতি আমির হামজাসহ দেশের খ্যাতিমান আলেম ওলামাগণ নসিহত পেশ করবেন। মিজানুর রহমান আজহারি বিকাল ৩ টায় পেকুয়া পৌঁছাবেন এবং রাত ৮ টায় লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে বয়ান করবেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. শফিকুল ইসলাম মাসুদ। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, মাহফিল ঘিরে ব্যাপক নিরাপত্তার অংশ হিসেবে চর্তুপাশে সিসিটিভি ক্যামেরা, জেনারেটর লাইট, স্বেচ্ছাসেবক সহ শতাধিক ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া মাহফিলে মিনিমাম ৫ লক্ষ মানুষ একসাথে বসার ব্যবস্থা রয়েছে। দূর পাল্লা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের গাড়ি পার্কিং, সুলভ মূল্য খাওয়া দাওয়া, অজু, এস্তেঞ্জার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply