তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি শটগান উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ নগরীতে গত ২৭শে ডিসেম্বর শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে (৬০) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রাতে নগরীর চরঈশ্বদিয়া এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামালকে (৫২) কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়। একই সঙ্গে নগরীর জেলখানা রোড এলাকা থেকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (৫০) বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যম কে জানান, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সজলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply