তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মদ ও গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীদকে আটক করেছেন।আটকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি থানার মৃত মুক্তার হোসেনের ছেলে মোঃ মাসুদ হোসেন(২৮)। অপর জন শেরপুরের নকলা থানার মোঃ মাহমুদুল্লাহ এর ছেলে মোঃ সোহাগ মিয়া (২২)। জানা যায়, থার্টি ফাস্ট নাইট’কে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধায়নে ২৮শে ডিসেম্বর শনিবার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগন্জ, চর কালিবাড়ী এলাকায় উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযানের ১ম দিনে অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ হোসেনকে ১৪ বোতল Rotal Stag নামীয়(১০.৫ লিটার) বিলাতীমদসহ এবং মোঃ সোহাগ মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে পৃথক ২ টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply