পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল পটিয়া বাইপাস সড়ক এলাকায় শ্যামলি পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে লবণের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ সোমবার ৩০ ডিসেম্বর সকাল ৭টায় এই দুর্ঘটনা হয়। এ দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের ৪ জন যাত্রী ও ট্রাকের চালক আহত হয়। দূর্ঘটনায় আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (১৯), মেহেরাব (২১), গিয়াস উদ্দিন (৪৫), মোঃ ইমরান (২৪) এবং ট্রাকের চালক মোঃ জয়নাল (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝায় ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শ্যামলী বাসের চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রেক্ষিতে এই দূর্ঘটনা ঘটেছে। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।থানার পুলিশ ওসি মো:জায়েদ নূর জানান ,দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
Leave a Reply