নিজস্ব প্রতিবেদক: ২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বন্দর থানা স্বেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দল এর সভাপতি মোঃশাহ্ আলম এক বার্তায় তিনি গণমাধ্যম কে বলেন নতুন বছর বিশেষ দিন ২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমার প্রিয় দেশবাসী ও আমার নারায়ণগঞ্জ বন্দর বাসী সহ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ও আমার স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের সকল নেতা-কর্মীকে আমি বন্দর থানা স্বেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ২০২৫ ইং নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক। আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।তিনি আরও বলেন, নতুন বছরে আমি স্বরণ করি স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করি।এবং দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশ কে নতুন করে গড়ার লক্ষে কাজ করছি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা আবুল কাউসার আশার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।শাহ্ আলম আরো বলেন শত শত ছাত্রদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি আমরা। আমরা চেয়েছি বৈষম্যমুক্ত সমাজে যেখানে ছাত্ররা নির্বিঘ্নে পড়াশুনা করবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। গত ১৫ বছরের শেখ হাসিনার সরকারের কারণে মানুষ কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ৫ই আগস্টের পর স্বাধীনতা লাভের পর মানুষ সেই অধিকার পেয়েছে।তাই আমি নতুন বছরে আগমন উপলক্ষে বলবো আমরা সবাই এক সাথে কাদে কাদ মিলিয়ে আবুল কাওসার আশার নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা বক্ত্য করছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদকের বিরুদ্ধে বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ ইংরেজি নববর্ষ ।
Leave a Reply