তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ৩০শে ডিসেম্বর সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উক্ত সবাই উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি, অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ মোঃ ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইউপি ৪ জন চেয়ারম্যান, ইউপিতে দায়িত্বে থাকা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সভায় পুলিশের টহল রাতে বাড়ানোর প্রস্তাব, পৌরসভার সাহাপুরে নাইট ক্রিকেট টূর্ণামেন্ট চললে রাত ১/২টা পর্যন্ত। তাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে কিনা তা ওসিকে খতিয়ে দেখার প্রস্তাব আনা সহ, এ মাসে কোথাও বাল্য বিবাহের ঘটনার খবর বা তথ্য পাওয়া যায়নি বলেও চেয়ারম্যানগণ ও মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক জানান। এছাড়াও বক্তব্যে উল্লেখ করে বলেন, আপাতত ফুলপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।
Leave a Reply