বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সড়কের রাস্তা কেটে ড্রেজার পাইপ নিয়ে কৃষি জমিতে বালু ভরাট ব্যবসা করছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্চঅসেবকলীগ নেতা সাজেকুল ইসলাম খোকন ও বিএনপির নেতা রাসেল আল আল এনামুল হক। এরা দু’জনই বন্দর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাদের ম্যানেজ করে সড়ক কেটে ড্রেজার পাইপ বসিয়েছে। এদিকে বিএনপির নেতা ও বন্দর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রাসেল আল এনামুল হক তিনি এসিল্যান্ড ও ইউএরও’র সাথে কথা বলে ড্রেজার বসিয়েছি বলে জানান। এতে উপজেলা প্রশাসনের দিকে স্থানীয়দের অভিযোগের তীর সত্যতা পাওয়া গেছে রাসেল আল এনামুল হকের বক্তব্যে। যার কারণে একাধিকবার অভিযোগ করলেও ওই ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। সরেজমিনে জানা যায়, বন্দর উপজেলার সাবদী থেকে হাজী সাহেব মোড় দিয়ে বিভিন্ন স্থানে শত শত গাড়ি চলাচল করে এই সড়কে। অথচ গুরুত্বপূর্ণ সড়কটি কেটে অবৈধভাবে ড্রেজার পাইপ লাইন সংযোগ দিয়ে বালু ভরাট কাজ করে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, বালুচর সড়কে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তা কেটে ড্রেজার পাইপ সংযোগ দিয়েছে আওয়ামীলীগ নেতা সাজেকুল ইসলাম খোকন ও বিএনপির নেতা রাসেল আল আল এনামুল হক। আওয়ামীলীগের আমলেও খোকন ও বিএনপির নেতা রাসেল মেম্বার যোগসাজশে পূর্ণ রিপারিং সড়ক কেটে ড্রেজার পাইপ বসিয়েএ ব্যবসা করছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, বালুচর সুপার স্টার জায়গার পাশে সড়কে একটি কালভার্ট থাকা সত্ত্বেও সড়ক কেটে ড্রেজার লাইন সংযোগ দিয়েছে। বন্দর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার সাজেকুল ইসলাম খোকনকে একাধিকবার ফোনকল করলেও তিনি কল রিসিভ করেনি। সড়কে রাস্তা কেটে ড্রেজার পাইপ নেওয়ার অনুমোদনের বিষয়ে বন্দর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ও বিএনপির নেতা রাসেল আল এনামুল হক জানান, এসিল্যান্ড ও ইউএরও সাথে কথা বলে ড্রেজার বসিয়েছি। গতকাল আমাকে উপজেলা ডেকেছে সেখানেও তাদের সাথে কথা হয়েছে। বন্দর উপজেলা (ভুমি) কর্মকর্তা রহিমা আক্তার ইতি জানান, ড্রেজার সংক্রান্ত অভিযোগের বিষয়ে লোক পাঠিয়ে তাদের ড্রেজার বন্ধ করতে বলেছি। তাদের সঙ্গে আমাদের কোন সমন্বয় হয়নি। এসিল্যান্ড, ইউএরও সাথে কথা বলে ড্রেজার বসিয়েছি এবিষয় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এটি সম্পূর্ন মিথ্যে, আমি ছুটিতে ছিলাম। আমার সঙ্গে ড্রেজার বিষয়ে কারো সঙ্গে কথা হয়নি। রাস্তা কেটে ড্রেজার পাইপ সংযোগ নেওয়ার প্রসঙ্গে তিনি জানান এখনি লোক পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দিবো এবং রাস্তা কেটে থাকলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Leave a Reply