তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ১লা জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮ টায় চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নামা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান সংবাদকর্মী মোঃ তপু রায়হান রাব্বিকে জানান, সদর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির মরদেহ পড়ে ছিলো। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবগত করেন। এরপর আমি থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসি। নিহতের পরিচয় স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেনি। এ বিষয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অবহিত করা হয়েছে। নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্ঠা অব্যাহত রয়েছে। কি ভাবে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধানের পর জানা যাবে। এই বিষয়ে অনুসন্ধান চলছে। এদিকে সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর-তারাকান্দার সার্কেল) মোঃ মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply