মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ানগর এলাকায় শনিবার (৪ জানুয়ারী) গভীর রাতে সমাজে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে শীতার্ত মানুষদের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, চিরিঙ্গা ইউনিয়ন ভুমি সহকারী তহসিলদার মোহাম্মদ আবুল মনছুর প্রমুখ।
Leave a Reply