1. admin@pressbd.online : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পাচার হওয়া বাংলাদেশি নারী পুরুষ  বেনাপোলে হস্তান্তর  খুলনায় হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ডাঃ হ্যানিম্যান এর ২৭০তম জন্মবার্ষিকী পালিত  পটিয়ায় প্রতিপক্ষের হামলায়  গৃহবধু ও বৃদ্ধ মহিলা সহ আহত- ৩ রূপগঞ্জ ভুলতা ফ্লাইওভার করে কোন লাভ হয়নি, সড়কের যানজট লেগেই থাকে গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি পুলিশ সুপারের বিদ্যালয় পরিদর্শন : শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি ও ট্রাফিক সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা গুইমারায় উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত  জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! সুন্দরবনের উপকূলীয় লবণাক্ত পতিত জমিতে কোটি কোটি টাকার মিষ্টি তরমুজ চাষ কৃষকের মুখে হাসির ঝিলিক বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আটক ২

তারাকান্দায় সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া পরিদর্শন এবং শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

 তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ তারাকান্দায় সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া পরিদর্শন এবং শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান অথবা, তারাকান্দায় সেনাবাহিনীর প্রধানের ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এরিয়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ ——-  ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত ময়মনসিংহের তারাকান্দার কাকনী ইউনিয়নের সামরিক প্রশিক্ষণ এলাকা শিমুলিয়া ৭ জানুয়ারি মঙ্গলবার সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-দুর্গম দূর্গ ২০২৪/২৫ এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপ এর অনুশীলন প্রত্যক্ষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এ সময় সফরসঙ্গী হিসাবে, মেজর জেনারেল মুঃ হাসান উজ জ্জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি,এমফিল ই ইন সি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল হক, এসজিপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, লেঃ কর্নেল আশিকুল হক, পিএসসি, এসি, ক্যাপ্টেন সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন, ই বেংগল, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ছিলেন। সেনাবাহিনী প্রধানকে হেলিপ্যাড গ্রাউন্ডে স্বাগত জানান, জিওসি আর্টডক মহোদয় মোমেনশাহী সেনানিবাস। জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার। কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড। কমান্ডার ৩০৯ ব্রিগেড। কর্নেল জিএস ডিজিএফআই ময়মনসিংহ। অধিনায়ক শাখা এএসইউ মোমেনশাহী। অধিনায়ক ৮ ইবি এবং ১৩ বীর। পরে অত্র এলাকার দুঃস্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি সদর দপ্তর আর্টডক, সেনানিবাস ময়মনসিংহ, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড, কমান্ডার স্টেশন সদর দপ্তর ময়মনসিংহ, তারাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান সহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণ্যমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘন্টা ব্যাপী উক্ত অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যগণ বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। উক্ত অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। তিনি আর্মি ডওফিন হেলিকপ্টার যোগে শীতকালীন প্রশিক্ষণ এলাকা শিমুলিয়ায় ১৩ বীর, ৪ ফিল্ড, ৪ হর্স এর এক্স এরিয়ায় মহড়া পরিদর্শনের জন্য ঢাকা হতে আগমন করেছিলেন দুপুর ৩টায় এবং পরিদর্শন শেষে একইদিন বিকাল ৫:১৫মিনিটে ঢাকা সেনানিবাসে প্রত্যাবর্তন করেন।

সংবাদটি শেয়ার করুন

One response to “তারাকান্দায় সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণের মহড়া পরিদর্শন এবং শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান”

Leave a Reply to 📫 You have 1 message # 131023. Read > https://telegra.ph/Binance-Support-02-18?hs=fc09653093b32862fccc090b50ca1b87& 📫 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি