মোঃ কামাল হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনগণ। চেয়ারম্যান আমজাদ হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ করার পর তালা দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আমজাদ হোসেন দীর্ঘদিন পরিষদ কার্যালয়ে না আসায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে রোববার দুপুরে স্থানীয় জনতা চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণ দাবিতে ইউপি ভবনের সামনে বিক্ষোভ করে ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসী জানান, গত ৫ আগস্ট থেকে চেয়ারম্যান আমজাদ হোসেন পরিষদে আসছেন না। এছাড়া তিনি রাস্তার ইট তুলে নিয়ে বাড়ির গোয়াল ঘর করেছেন। চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিয়েছেন আওয়ামী লীগের এ দোসর। চাঁদার টাকা না দেওয়ায় বাউশলা গ্রামের কামরুল গাজীর তিনটি মাছের ঘের দখল করে নেন তিনি। এ ব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, চেয়ারম্যান আমজাদ হোসেন ফ্যাসিবাদের দোসর হওয়ায় তার চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেনে নেওয়া যায় না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল গাজী বলেন, অত্যাচারী চেয়ারম্যান এলাকায় অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেছেন, যার ভিডিও আমাদের হাতে পৌঁছেছে। এ সরকারকে বেকায়দায় ফেলতে চেয়ারম্যান তৎপর। তাকে এলাকাবাসী পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না। এ বিষয়ে চেয়ারম্যান আমজাদ হোসেনের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply