ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনার দিঘলিয়ার ঐতিহ্যবাহী সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ৮ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমানের স্বাগত বক্তব্য ও বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন আহবায়ক এম সিদ্দিক-উজ-জামান এর আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অতিথিবৃন্দ এ সময় পায়রা উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ-২০২৫ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলহাজ সরোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল হক বাবুল, সেনহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মিন্টু, ডাঃ ইয়াসিন মোড়ল, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম মেহেদী হাসান, বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শাহাবুদ্দিন, মোঃ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিঃ দাঃ) ফাতেমা বেগম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, মহিলা সম্পাদিকা সালমা বেগম, সেনহাটি ইউনিয়ন ইউপি সদস্য আলিয়া পারভীন, শিক্ষক গৌতম কুমার, হোসেন আলী, ওয়াফিকুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন। ক্রীড়া প্রতিযোগিতার প্রারম্ভে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানান এবং শপথ গ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের শ্রুতি মধুর কন্ঠে উপস্থাপনের মধ্য দিয়ে ১৯ টি ইভেন্টের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান বিদ্যালয়ের সকল ছাত্রী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সুধীবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন। পুরস্কার প্রদানের পূর্বে জ্ঞানগর্ব বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে হাজারো লোক উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply