মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার মহেশখালী: কক্সবাজার জেলা বিএনপির আগামি ১৭ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে মহেশখালী উপজেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি সভা করেছেন মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক এর সঞ্চালনায় ব্যাপক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন বহু বছর পর আমাদের নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ জেলা বিএনপির নেতা কর্মীদের আরও উজ্জীবিত করে তুলবে। তিনি বলেন, এই সমাবেশ সফল করতে সম্ভব সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি প্রতিটি এলাকা বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষকে এই সমাবেশে যোগদান করাতে নেতা কর্মীদের নির্দেশ দেন। উক্ত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী বলেন কক্সবাজার জেলা বিএনপির এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে বিএনপি আগামীতে কী করবে তা এই সমাবেশের মাধ্যমে উঠে আসবে। তাই এই সমাবেশ সফল করতে হবে। সভায় শহরে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে জোর প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়ে হবে এবং জননেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আগামী বারে মহেশখালী কুতুবদিয়া আসনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এর বিকল্প নেই। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রমিক সংগঠনের সভাপতি আতা উল্লাহ বোখারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মোতালেব। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহ সভাপতি এখালাসুর রহমান। উপস্থিত আছেন সাবের হোসেন সাংগঠনিক সম্পাদক মহেশখালী উপজেলা। আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল আহ্বায়ক মহেশখালী উপজেলা যুবদল। উপস্তিত আছে আনোয়ার পাশা সদস্য সচিব মহেশখালী উপজেলা যুবদল। উপস্থিত আছেন আমান উল্লাহ আমান যুগ্ম আহ্বায়ক মহেশখালী উপজেলা যুবদল। সহ উপস্থিত আছেন সালাহ উদ্দিন সভাপতি ছোট মহেশখালী ইউনিয়ন যুব দল ও সদস্য সচিব তামিম উদ্দিন। সহ উপস্থিত আছেন মহেশখালী উপজেলা বিএনপি যুবদল,ছাত্রদল শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল,মৎসজিবী দল সহ সকল অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply