তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আগামী একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে ময়মনসিংহের ফুলপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৭ই ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও অফিসার আশীষ কর্মকার, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, কৃষি অফিসার ফারুক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকালে শিক্ষার্থী সহ সকলকে নিয়ে প্রভাত ফেরি, পতাকা উত্তোলন এবং বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply