ডেস্ক রিপোর্ট —আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বৈষম্য বিরোধী ছাত্ররা ভিসির পদত্যাগ দাবিতে এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ছাত্ররা জানান, বিকাল ৪টায় ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে হতাহতের ঘটনা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্ররা ভিসির পদত্যাগ ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এবং ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দেন। এরপর দুপুর ১টায় ভাইস চ্যান্সেলর বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় ভিসি বলেন, “আমি কুয়েটকে খুব ভালোবাসি, আমি এই কুয়েটেরই ছাত্র, শিক্ষক এবং বর্তমানে ভিসি। আমার ছাত্রদের আমি খুব ভালোবাসি। হয়তো কিছু ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আমি বিশ্বাস করি সব কিছু ঠিক হয়ে যাবে।”এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি ১টা ৪০ মিনিটের সময় খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।” আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, “ছাত্রদের দাবিগুলি মেনে নেওয়া হয়েছে এবং আমি আশা করি তারা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সাহায্য করবে।”তিনি আরও বলেন, “উপদেষ্টাদের সঙ্গে কথা হয়েছে, তারা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।” পরিশেষে তিনি বলেন, “আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।”
Leave a Reply