তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার। “একুশ মানে মাথা নত না করা” রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা। বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। তারি ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মধ্য রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।এরপর ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধারা, পৌরসভা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, রাজনৈতিকদল, ছাত্র প্রতিনিধি, স্কুল, কলেজ, মাদরাসা ও সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ফুলপুর-তারাকান্দার সার্কেল এসপি, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, কৃষি অফিসার ফারুক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, পিআইও অফিসার আশীষ কর্মকার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, কলেজ ছাত্রদলের এ.কে.এম আরিফুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply