তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ২৪শে ফেব্রুয়ারি সোমবার হাত, পা ও মুখ বাধা অবস্থায় আবেদ আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আবেদ আলী (৬০) উপজেলার কোনাপাড়া, পশ্চিম পাগুলী গ্রামের আম্বির বাড়ির মৃত আবুল হোসেন ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা থানাধীন বড়ইবাড়ি গ্রামের আকবর আলীর নির্মানাধীন বিল্ডিংয়ের উত্তর দিকে মোঃ শহীদুলের ফিসারীতে স্থানীয় লোকজন সোমবার সকাল সাড়ে ৮টায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। তবে লাশটি বয়স্ক লোকের। তবে লাশটি হাত, পা ও মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তথ্যাদি সংগ্রহ চলমান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যা। লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply