মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ভাবে, ডিজেল ও পেট্রোল ডিজিটাল মেশিন বসিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত রবিবার দুপুরে লিখিত অভিযোগ করেন। তেল ডিপো মালিক হোসাইন মাহমুদ রাদিত। অভিযুক্তরা হলেন, উপজেলার সানিয়াজান বাজারের মুদি দোকন মালিক ও খোলা তেল বিক্রেতা রবিউল ইসলাম (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)। অভিযোগকারী হলেন, উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকার মেসার্স হক ট্রেডার্স নামের ডিজেল ডিপো মালিক হোসাইন মাহমুদ রাদিত। জানা গেছে, বড়খাতা দোয়ানী মোড়ে মেসার্স হক ট্রেডার্স নামের ডিজেল ডিপোটির প্রায় ২৫ বছর ধরে বৈধ কাগজপত্র দিয়ে ব্যবসা করে আসছে মালিক রাদিত। এরই মধ্যে উপজেলার সানিয়াজান বাজারে পেট্রোল পাম্পের মিনি মেশিন ব্যবহার করে প্রায় ৬ মাস থেকে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছে রবিউল ও রফিক নামের ওই দুই ব্যবসায়ী। অভিযোগে উল্লেখ করেছেন অভিযোগকারী রাদিত যা সম্পূর্ন অবৈধ। সরেজমিনে সানিয়াজান বাজারে গিয়ে দেখা যায়, ওই বাজারের অবস্থিত মসজিদের পাশে রবিউল ইসলামের পান, সিগারেট ও অন্যান্য পন্যের দোকান। সেই দোকানের সামনের বারান্দায় একটি কাঠের টেবিলের উপর ছোট ছোট দুটি মেশিন। যার একটি ডিজেলের ও একটি পেট্রোল। অপরদিকে রবিউল ইসলামের বিপরীত দিকে অবস্থিত রফিকুল ইসলামের দোকান। সেখানেও ছোট ছোট দুটি মেশিনে শুধু ডিজেল ও পেট্রোল বিক্রি করা হচ্ছে।অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, আমার এক বড় ভাই এসব ব্যবস্থা করে দিছে আমি তার সাথে কথা বলেই কিছু বলতে পারবো। তাছাড়া কিছু বলতে পারবো না বলে আর কোন মন্তব্য করতে রাজি হননি। রফিকুল ইসলামের দোকানে গিয়ে তাকে পাওয়া না গেলেও তার ভাই জহুরুলের সাথে কথা হলে তিনি বলেন, এটি আমার ভাইয়ের দোকান। আমি শুধু মাত্র পরিচালনা করি। কিছু জানতে চাইলে তার সাথে কথা বলতে হবে। তবে এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগকারী হোসাইন মাহমুদ রাদিত বলেন, মেসার্স হক ট্রেডার্স নামের এই ডিপো প্রায় ২৫ বছর ধরে চালিয়ে আসছি। যার সকল প্রকার বৈধ কাগজপত্র রয়েছে। কিন্ত সানিয়জান বাজারের রবিউল ও রফিকু প্রায় ৬ মাস থেকে পেট্রোল পাম্পের ন্যায় ছোট ছোট দুটি মেশিন বসিয়ে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের একটি লিখিত অভিযোগ করেছি। আমি চাই এ বিষয়ে সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, অভিযোগ পেয়েছি। আমরা সেখানে দ্রুত অভিযান পরিচালনা করবো। আর তাদের কাছে যদি বৈধ কোন কাগজ পত্র না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply