মোঃ মনিরুজ্জামান রেজোয়ানঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মাহে রমজানের আগমন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজাপুর বাইপাস মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোর বন্ধসহ সকল ধরনের ইসলাম ধর্ম বিরোধী কাজ থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের হস্তক্ষেপ কামনা করেন। রাজাপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাস্টার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা বাইজিদ হক ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী ও ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান। বক্তব্য শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রাজাপুর উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মুফতি মোঃ আসাদুজ্জামান। র্যালিতে রাজাপুর উপজেলার সকল ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply