তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ময়মনসিংহের ফুলপুরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও ইত্তেফাকুল উলামা, ফুলপুর শাখার উদ্যোগে ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমায় এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি ফুলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বালিয়া মোড় পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে উপজেলা পরিষদের গেইট পর্যন্ত যায়। উপজেলা পরিষদের গেইট থেকে গোল চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, শায়খে বালিয়ার খলিফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন, জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সহসভাপতি বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, সহসভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আওলাদ হোসেন, জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সাধারণ সম্পাদক আর রাইয়্যান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নোমান সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মসজিদে জুবাইদার ইমাম হাফেজ সাইদুর রহমান, অর্থ সম্পাদক সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক থানা মসজিদের ইমাম মুফতী খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহশিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, দিউ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতী ইখলাস উদ্দিন, সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল্লাহ আল মাসুক, মাওলানা কেফায়াতুল্লাহ, জাবালে নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফুলপুর শাখার সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্যশেষে মুনাজাত পরিচালনা করেন পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী। বক্তারা বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে এর পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। টেলিভিশন, সিনেমা হল ও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ও ভিডিও প্রদর্শন বন্ধ করতে হবে। রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। নির্ধারিত খাতে যাকাত পরিশোধ করে সম্পদ পবিত্র রাখতে হবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে। কুরআন পড়ুন, কুরআন বুঝুন ও আল কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। অসচ্ছল ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করুন। বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
Leave a Reply