ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনার দিঘলিয়ায় পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে ৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আরিফুল ইসলাম। আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। সভায় সভাপতি নির্বাহী অফিসার আরিফুল ইসলাম পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রমজান উপলক্ষে বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য, ক্রয় ভাউচার বাধ্যতামূলক ভাবে সংরক্ষণ করা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে বাজার কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে বিনয়ের সাথে সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ।তিনি রমজান উপলক্ষে খোলাবাজারে ইফতার সামগ্রী বিক্রি না করে স্বাস্থ্যসম্মত ভাবে মানসম্মত খাদ্যদ্রব্য বিক্রি এবং ভেজাল খাদ্য পরিহারের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপজেলার সকল বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সাপেক্ষে বাজার এলাকায় ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখা এবং আগামী ৭ কার্য দিবসের মধ্যে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি পবিত্র রমজানে সকলের সাথে সহনশীল আচরণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন, পথের বাজার বণিক সমিতির মনির মোল্লা, কোলা বাজারের সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী বাজার কমিটির সভাপতি মুজিবুর রহমান মোল্লা, বারাকপুর বাজার কমিটির গাজী জাকির হোসেন, গাজিরহাট বাজার কমিটির সভাপতি বাদশা গাজী, লাখহাটি বাজার কমিটির সভাপতি মইনুল হোসেন, চন্দনী মহল বাজার কমিটির সভাপতি সেলিম গাজী, আড়ংঘাটার আল-আমিন শেখ, সেনহাটির হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ।
Leave a Reply