মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। মঙ্গলবার ৪লা মার্চ বেলা ২ টা থেকে ৩টা পর্যন্ত বাজার মনিটরিং করেন লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বাজার বিপনণ কর্মকর্তা মো.বোরহান উদ্দিম, স্যানিটারী ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, লামা পৌরসভার প্রতিনিধি নুর মোহাম্মমদ (কর নির্ধারক),লামা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এ সময় পুলিশ ও আনসার সদস্যসহ প্রমূখ। এ সময় লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব বলেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে অন্যায় ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্যসকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
Leave a Reply