খুলনা ব্যুরো চীফ–খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলের বিরুদ্ধে আজ ৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। চেয়ারম্যান পাভেলের বিরুদ্ধে টিআর-কাবিটা, এলজিএসপি, হাট-বাজার উন্নয়ন তহবিল, উপজেলা পরিষদের বরাদ্দ, গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বারাকপুর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বারাকপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান পাভেল সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। বিশেষ করে, গভীর নলকূপ স্থাপনের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, কর্মসৃজন প্রকল্পে অনিয়মসহ নানা দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করেছেন। মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন, মুক্তার শেখ, বিল্লাল হোসেন, মনিরুল গাজী, টুটুল শেখ, ছালাম শেখ, মুস্তাক শেখ, মামুন ফারাজী, ইমামুল সরদার রাজু, সরদার জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, কালাম ফারাজী, সবুজ শেখসহ আরো অনেকে। স্থানীয়রা চেয়ারম্যানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
Leave a Reply