মোঃ জাহেদুল ইসলাম রতন লালমনিরহাট: লালমনিরহাট সদর থানার ওসি, স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া জনবান্ধব বক্তব্যের প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। এক শুভেচ্ছা পত্রে তিনি ওসির প্রশংসা করেছেন। সস্প্রতি লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবীর ব্যতিক্রমী ৭মিনিটের এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি ও গঠনমূলক বার্তা প্রশংসিত হয়েছে সর্বমহলে। ভাইরাল হওয়া ওই ভিডিও বক্তব্যে ওসি নূরনবী বলেন, আমি জনগণের গোলাম। আমাকে স্যার বলতে হবে না,জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে সরাসরি আমাকে জানান।”তিনি আরও বলেন, “মাদক সমাজের শত্রু। যদি কেউ সন্দেহজনকভাবে ধনী হয়ে যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে পুলিশকে জানান। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন, যাতে অপরাধীরা আতঙ্কে থাকে।”ওসির এই জনবান্ধব বক্তব্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম এঁর নজরে এলে, তিনি ১মার্চ এক শুভেচ্ছা পত্রে ওসি নূরনবীর কাজের প্রশংসা করেন। তিনি পত্রে লিখেন, “জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি”। ওসি মোহাম্মদ নূরনবী জানান, আইজিপি মহোদয়ের শুভেচ্ছা পত্র পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছেন। এসময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের। আইজিপি মহোদয়ের শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত আছি। ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে”।
Leave a Reply