শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ধ্রæব মন্ডল।“অধিকার সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যের বিষয়ের ওপর অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা তথ্য আপা শারমিন আক্তারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ আলোচনা করেন।
Leave a Reply