মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১০ লা মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উদ্যোগে লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ নূর মুহাম্মদ, লামা অর্গানাইজার বাপ্পী চক্তবতী উপজেলা সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক ,ফায়ার সার্ভিস ,পুলিশ বাহিনী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা সহ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, দুর্যোগ কি ও দুর্যোগের প্রকার ভেদ, দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয়, দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগকালে করণীয় বিষয়, দুর্যোগ পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সেচ্ছা সেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শ প্রদান করে। দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধির পরামর্শ দেন। বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র টাকা পয়সা,গুরুত্বপূর্ন দ্রব্যসামগ্রী পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদের’কে নিয়াপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখুন। বক্তারা আলোচনা শেষে দুর্যোগ কি, দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও অগ্নিকাণ্ডের নির্বাপনের মহড়া প্রদর্শন করা হয।
Leave a Reply