মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় চত্বরে হারিয়ে যাওয়া মোবাইলসহ বিকাশে ভূলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধারকৃত নগদ টাকা ১৪,৬৮,২৭৯/- টাকা ও ৫৭টি হরানোর মোবাইল মালিকের নিকট হস্তান্তর করেন সোমবার (১০ মার্চ) দুপুর ১টার বিভিন্ন সূত্রে জানা জায়, বান্দরবানে ২এপিবিএন আর্মড পুলিশ ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক প্রায় ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা সমমূল্যের ৫৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা উদ্ধার। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন থানা হইতে মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপি সমূহ সংগ্রহ পূর্বক যথাক্রমে উদ্ধার করে হস্তান্তর করছেন। এর আগে বিভিন্ন সময় ভিকটিমদের বিকাশ/নগদ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বর সমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ১৯,৯৯৫/- টাকা, ৫৬,১০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২৫,০০০/- টাকা, ২০,৪০০/- টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান নিকট হতে বিভিন্ন ব্র্যান্ডের ৫৭ টি মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণায় চলে যাওয়া ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা আসৃকা প্রকৃত মালিকগণ গ্রহণ করেন। পরবর্তীতে কাপ আন্তঃ ব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচার্জ এবং স্পেশাল মোবাইল উদ্ধার টিম এর ইনচার্জসহ অন্যান্য সদস্য বৃন্দ। সূত্রে যানা যায় যে,বান্দরবান সদরসহ বিভিন্ন এলাকায় হতে মোবাইলসহ ভুলক্রমে টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply