1. admin@pressbd.online : admin :
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল  স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, স্ত্রীর পর এবার মারা গেলেন শাশুড়ি বেগম রোকেয়া অ্যাওয়ার্ডে ভূষিত হলেন করুণানন্দ থের  প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক  বজায় রাখতে হবে: কাজী মামুন সাতগাছিয়া দরবার শরীফে আরেফ বিল্লাহ সুলতানপুরীর ওরশ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের সন্মেলন  লামায় ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত ডাউয়াবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত মোরেলগঞ্জে খাল থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার খুলনার দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

কটিয়াদীতে শীত জেকে বসার আগেই লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

মোঃ হারুন অর রশিদ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি’ শীত এলেই লেপ তোষক বানানোর ধুম পড়ে যায় দোকানে দোকানে। কিছু দিন পরেই জেঁকে বসবে শীত। এবার অগ্রহায়ণ মাসে শীতের আমেজ আগেই টের পাওয়ায় জনসাধারণ ভীড় জমাতে শুরু করেছে ও শীত জেকে বসার আগে তাই লেপ-তোষক তৈরির ধুম লেগেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সকল সাধারণ মানুষের ঘরে ঘরে। ফলে লেপ-তোষকের দোকানে বাড়ছে বেচা-কেনা। এসব দোকানের কর্মচারীদের এখন অলস সময় কাটানোর একদম ফুরসত নেই।কটিয়াদী উপজেলার পৌর এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লাতে লেপ-তোষক তৈরির কারিগররা এখন হাঁক-ডাক করে ঘুরে বেড়াচ্ছেন। তুলা,লেপের কাপড় ফোম এবং মজুরী গত বছরের তুলনায় এবার বেশী বলে জানিয়েছে বিক্রেতারা। এসব দোকানে দিন দিন বেড়েই চলছে লেপ-তোষক ক্রেতাদের ভীড়। পাশাপাশি ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরী কারিগরদের।কটিয়াদী বাজারের লেপ তোষক তৈরীর প্রতিটি দোকানে এখন ১০/১৫টি লেপ তোষক তৈরী হচ্ছে। এদিকে শীত বস্ত্র বিক্রির দোকানেও ভীড় ও কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। উপজেলা ঘুরে দেখা যায়,শুধু লেপ-তোষক তৈরিই নয়,শীতের আগমনী বার্তার সঙ্গে মানুষের পোশাক-পরিচ্ছদ ও ব্যবহার্য সামগ্রীতেও পরিবর্তন আসতে শুরু করেছে। পাতলা পোশাকের পরিবর্তে অনেকেই মোটা জামার দিকে ঝুঁকছেন। তাই এখন কদর বাড়তে শুরু করেছে গরম পোশাকেরও। এছাড়া শীতের সময় কাঁথা,কম্বল, চাঁদর বা শাল,শীতের টুপি,হাতমোজা,মাফলার,জাজিম ও কার্পেটের ব্যবহার ও বিক্রি বেড়ে যায়। ছয় ঋতুর এই দেশে শীতের আগমনী বার্তা শীতকালে হওয়ার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা এখন ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চলছে না। কটিয়াদী বাজারের ওমর বেডিং হাউজ সত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম বলেন,শীত সবে মাত্র আসতে শুরু করেছে। এর আগেই লেপ-তোষক তৈরির অর্ডারও পাচ্ছি ভাল। আমরাও ব্যস্ত সময় পার করছি। শীত বাড়ার সাথে সাথে ব্যবসা আরো বৃদ্দি পাবে। তবে জিনিষ পত্রের দাম বেশি হওয়ায় তাদেও ইচ্ছমতো লেপ-তোষক বানাতে পারছেন না। পুঁজি স্বল্পতার কারণে বেশি মাল তৈরি করতে পারছি না। প্রতিদিন ১০ থেকে ১৫ লেপ তৈরী হয়ে থাকে। ৫-৬হাত মাপের তৈরী লেপ ১২০০ থেকে ১৫০০ পর্যন্ত বিক্রি হয়ে থাকে। লেপ তোষক তৈরীর কারিগর মোঃ দ্বীন ইসলাম বলেন,আমি দীর্ঘ কয়েক যুগ যাবত ধরে লেপ তোষকের কারিগর হিসেবে কাজ করে আসছি।আজও চার দশক ধরে এ পেশার সাথে জড়িত রয়েছি। কটিয়াদী বাজারে লেপ-তোষক কিনতে আসা আবুল হোসেন জানান,শীত পড়তে শুরু করেছে। বেশি শীত পড়ার আগেই নতুন লেপ-তোষক তৈরি করতে এসেছি। কিন্তু তুলা, কাপড় ও কারিগরের মুজুরি বেশি হওয়ায় দুটোর স্থলে একটা বানিয়ে নিলাম। আরেক কারিগর মোঃবিল্লাল মিয়া বলেন,সকাল থেকে রাত পর্যন্তও আমাদের কাজ করতে হয়। লোকজন নিজের ও পরিবারের সদস্যদের জন্য সাধ্যমতো লেপ-তোষক সংগ্রহ জানান। আরেক কারিগর মনির বেডিং স্টোর মোঃমনির মিয়া বলেন, শিমুল তুলা বালিশ ৮০০ টাকা, লেপ ভালো করে বানাইলে ১২০০-১৫০০টাকা, তোষক ভালো মধ্যে নিলে ১৫০০-১৬০০ টাকা পযন্ত লাগবে। কটিয়াদীতে শীতের প্রভাব আসার আগে লেপ তোষক কারিগর ব্যস্ত সময় পার করতেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি