ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে দুইটি ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ৬৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে বলে বাজার বণিক সমিতি এবং স্থানীয় এলাকাবাসী জানান।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভুক্তভোগী ও বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ১২ মার্চ বুধবার দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে মেসার্স তানভীর ফার্মেসী ও মেসার্স নিউ সততা ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নিউ সততা ফার্মেসীর লাইসেন্সে ত্রুটি থাকার কারণে ৪৫ হাজার টাকা এবং মেসার্স তানভীর ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখায় ২৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এ বিষয়ে সেনহাটি বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ এ প্রতিবেদককে বলেন, সেনহাটি বাজারের মত জায়গায় এই দুই ঔষধ ব্যবসায়ীকে দন্ডের পরিমাণটা বেশি হয়েছে বলে মনে করেন ভুক্তভোগী এবং স্থানীয় জনগণ। তারা মনে করেন, এই দন্ডের পরিমাণ কিছুটা কম হলে ভালো হতো। এটা লঘু পাপে গুরুদন্ডের শামিল মনে করেন তারা। সেনহাটি বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দসহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করেছেন। অপরদিকে বাজার বণিক সমিতি এবং স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে জানা যায়, অভিযুক্তদের দ্রুত হালনাগাদ বৈধ ট্রেড লাইসেন্স সংগ্রহ এবং সংরক্ষণ করার জন্য এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করার জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশনা প্রদান করেছেন।
Leave a Reply