1. admin@pressbd.online : admin :
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল  স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, স্ত্রীর পর এবার মারা গেলেন শাশুড়ি বেগম রোকেয়া অ্যাওয়ার্ডে ভূষিত হলেন করুণানন্দ থের  প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক  বজায় রাখতে হবে: কাজী মামুন সাতগাছিয়া দরবার শরীফে আরেফ বিল্লাহ সুলতানপুরীর ওরশ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের সন্মেলন  লামায় ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত ডাউয়াবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত মোরেলগঞ্জে খাল থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার খুলনার দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে  ঈদগাঁও বাসষ্টেশনে যত্রতত্রে পার্কিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে ভয়াবহ যানজট সৃষ্টির কারণে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। প্রায় সময়ে মহাসড়ক যানজট লেগে থাকে। আটকে পড়ে দূরপাল্লাসহ বিভিন্ন ধরনের গাড়ী। অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রোগী,শিক্ষার্থী, চাকরীজীবী ব্যবসায়ীসহ নানা গুরুত্বপূর্ণ পেশার মানুষের। যার ফলে, ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হয়ে পড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে পর্যটন শহর কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা। দেখা যায়, ঈদগাঁও বাসস্টেশনে কয়েক ধরনের যানবাহন কার্যালয় রয়েছে। প্রত্যেক গাড়ি দাঁড় করানো হয় স্টেশনে। যত্রতত্রে পার্কিং করে যাত্রী উঠানামা করায় দীর্ঘক্ষন যানজট সৃষ্টি হয়। স্টেশনের ফুটপাতসহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেন এসব যানবাহন অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় ছোট-বড় হরেক রকমের যানবাহন রাখার স্থান কিন্তু মহাসড়কের পাশঘেষেই।অপরিকল্পিত ও অঘোষিত যানবাহনের স্ট্যান্ড বন্ধ না হলে যানজট নিরসন কোনভাবেই সম্ভব নয় বলে মনে করেন চলাচলরত মানুষরা। ঈদগাঁও স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইকের সংখ্যা আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় যত্রতত্রে পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টি হয়। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, ঈদগড় সড়কের মাথায় ছাঁরপোকা গাড়ি, জাপান মার্কেটের সামনে হাইয়েস (মাইক্রোবাস) সিএনজি, বাজার নামার রাস্তার মাথায় অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইক,ডেভেলপার মার্কেটে সামনে সৌদিয়া,হানিফ পরিবহন, ভাইভাই হোটেলের সামনে সিএনজি,মাহিন্দ্রায় ভরপুর আর কেজি স্কুল গেইটের সামনে অটো রিকশাসহ দূরপাল্লার বাস থামিয়ে যাত্রী উঠানামায় যানজটের সৃষ্টি হয়। অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ঈদগাঁও স্টেশনের যানজট দীর্ঘ লাইনে ছাড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মূলত ট্রাফিকের অব্যবস্থাপনা ও যত্রতত্রে গজে ওঠা অবৈধ পার্কিং উচ্ছেদ না করায় যানজট কোন ভাবেই কমানো যাচ্ছেনা। পেঠান,,আলম,গনি,তাহেরসহ কজন পথচারী জানান, অধিকহারে তিনচাকার যানবাহন বৃদ্ধি,ঝুপড়ি দোকান সৃষ্টির কারণে যানজটের চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়সহ নানা পেশার মানুষের।  যানবাহন অস্থায়ী পার্কিং বন্ধ না হলে যানজট কমানো সম্ভব নয়। ইব্রাহীম, মামুন ও ফাহিমসহ সচেতন লোকজন জানান,চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় নানা পয়েন্টে যানবাহনের পার্কিং গড়ে তোলায় জনদুর্ভোগ কমছেনা। দশ মিনিটে পথ আধা ঘণ্টা লেগে যায়। যানজটের কারণে চরম ভাবে বিপাকে পড়েন রোগীসহ চাকরিজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি