বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে অপারেশ ডেভিল হান্ট অভিযানেও রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক স¤্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে মাদকের ব্যবসা সহ নানান অপরাধ কর্মকা- চালিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে। যার ফলে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে। জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ এলাকার আমান উল্লাহ আমুর ছেলে মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হত্যা মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলা থাকা স্বত্বেও সিন্ডিকেট করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে। তার অন্যতম সহযোগী রিপন, ঘারমোড়া এলাকার তুহিন, হাজরাদী এলাকার শুভ, সেকান্দর, নরপদী এলাকার মাসুদ। এই সিন্ডিকেট দিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসা, চোরাই তেলের ব্যবসা পরিচালনা করছে। তার বাড়ির পাশে প্রতিদিনই মাদকসেবীদের জমজমাট আড্ডা ও আসর বসে। এলাকায় এখন মাদকদ্রব্য হাত বাড়ালে সহজেই মিলছে এবং সঙ্গ দোষে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজ ক্রমান্বয়ে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। এছাড়াও পুলিশে জালে গ্রেফতার হলেও এলাকায় থামছে না মাদক ব্যবসা। কদিন পরেই জামিনে বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা সহ একাধিক মামলার থাকা স্বত্বেও এলাকায় নানা অপরাধ কর্মকা- পরিচালনা করে আসছে। কিছুদিন আগেও জোরপূবর্ক বালুবাহি বাল্কহেড আটকিয়ে নিংশ এলাকায় ড্রেজারে সংযোগ দিয়েছে। এই ঘটনার পরও থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ এসে ড্রেজার সহ নিয়ে যায়। গতকালও এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে ব্লাক জনি সহ তার বাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী প্রশ্ন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে। এলাকাবাসী অবিলম্বে কুখ্যাত মাদক সম্রাট ব্লাক জনি সহ তার বাহিনীকে গ্রেপ্তার করে এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য স্থানীয় প্রশানের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply