1. admin@pressbd.online : admin :
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর থানা যুবদলের পথ সভা ও বিক্ষোভ মিছিল  স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, স্ত্রীর পর এবার মারা গেলেন শাশুড়ি বেগম রোকেয়া অ্যাওয়ার্ডে ভূষিত হলেন করুণানন্দ থের  প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক  বজায় রাখতে হবে: কাজী মামুন সাতগাছিয়া দরবার শরীফে আরেফ বিল্লাহ সুলতানপুরীর ওরশ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের সন্মেলন  লামায় ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত ডাউয়াবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত মোরেলগঞ্জে খাল থেকে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার খুলনার দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার পাঠ করা হয়েছে
মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা পণতিনিধি; পটুয়াখালী সদর  উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন পিয়াজ ও খেসারী ১১টি আইটেমের ফসলের মধ্যে শুভ উদ্বোধনের প্রথম দিনে আপাতত ৬টি ফসলের বীজ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজও সার বিতরণ করেন যেমন-১/ সরিষা,উপকারভোগীর সংখ্যা ১০০জন,প্রতিজন কৃষক পাবে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।২/ ভুট্টা,উপকারভোগীর সংখ্যা ৩৫ জন, প্রতিজন কৃষক পাবে ২কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।৩/গম, উপকারভোগীর সংখ্যা ২৫ জন,প্রতিজন কৃষক পাবে ২০ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার পেয়েছেন।৪/পিয়াজ, উপকারভোগীর সংখ্যা ২৫ জন,প্রতিজন কৃষক পাবে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।৫/মশুর  উপকারভোগীর সংখ্যা ১০ জন,প্রতিজন পাবে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন ও ৬/ খেসারী,উপকারভোগীর সংখ্যা ১১০ জন, প্রতিজন পাবে ৮কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করেন ২০ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ বাঁধনহারা হল রুমে এর শুভ উদ্বোধন করা হয়। এভাবে ২০২৪-২৫অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে  অবশিষ্ট ফসল সমূহের  (মুগ:৬৬০০জন,সয়াবিন :২০ জন, চিনা বাদাম :৪১৫জন,সূর্যমূখী: ৩০০জন,ফেলন:৮০ জন) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের কার্যক্রম চলমান থাকবে।  এছাড়াও হাইব্রিড বোরো ধানের ৫০০জন কৃষকদের মাঝে জনপ্রতি ২কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি কৃষি সম্প্রসার অধিদপ্তর,পটুয়াখালীর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ  নজরুল ইসলাম। এসময়ে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার। পটুয়াখালী সদর এছাড়া আরো উপস্থিত ছিলেন পটুয়াখালীর ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার সকল উপ সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার সুফলভোগী প্রান্তিক কৃষক ভাই ও বোনেরা। এসময় প্রধান অতিথি, উপস্থিত কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন, কৃষক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ধানের পাশাপাশি রবি মৌসুমে সকল প্রকার ফসল আবাদ বাড়াতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে তা হলেই আমারা কৃষিতে সাফল্য অর্জন করতে পারবো। এসময় প্রধান অতিথি উপজেলার ৯ হাজার এর বেশি   কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন। এ অনষ্ঠানটি আয়োজন করেন  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর,পটুয়াখালী সদর।
পটুয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি