পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে, অন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা উন্নতি করতে কঠোর হস্তে দমন হবে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সাধারণ মানুষের হতাশা দুর করতে হবে, সেনাবাহিনীর মনোবল চাঙা করতে হবে, দলীয় লেজুড় পরিহার করতে হবে, সাধারণ মানুষ এখন বলছে তারা এরশাদের জাতীয় পার্টির শাসন আমলে ভালো ছিল, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ দেশে বিরাজমান সমস্যা সমাধান সহ উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার কারনেই মানুষ এখনো জাতীয় পার্টিকে ভালো বাসে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহবান জানান তিনি। আমান ২৫ মার্চ মঙ্গলবার বিকালে নোঙ্গর রেষ্টুরেন্টে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা যৌথ উদ্যােগে ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। পটিয়াপৌর জাপা’র সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে,জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও পৌরসভার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, বিশেষ বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর আলম মেম্বার, বাঁশখালী উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম খান, দক্ষিণ জেলার নেতা দিদারুল আলম খান,আমিন ফারুকী, রমজান আলী,নুরুল ইসলাম গান্ধী, জালাল উদ্দীন, মোহাম্মদ ইউসুফ, মনজুর, আজাদ, কাসেম প্রমুখ। সভার শেষে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply