ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–গণহত্যা দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জার বাবলা, সহকারি অধ্যাপক মল্লিক নুরুল ইসলাম, এবং সহকারি অধ্যাপক এ জেড এম গোলাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫ মার্চ ছিল বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কালরাত। পাক হানাদার বাহিনী সেদিন ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল। সেই ভয়াল গণহত্যার স্মরণে জাতি আজ শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছে।
Leave a Reply