মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক সিনিয়র স্টাফ রিপোর্ট মহেশখালী: খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক করম আলী সিকদার পরিবারের অর্থায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। শামসুল আলম, কুতুবজোম ইউনিয়ন মৎস্যজীবি দল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী আবু তাহেরের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতা উল্লাহ বোখারী, সভাপতি শ্রমিক ফেডারেশনেম ও সহ-সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকতার হোসেন, আহ্বায়ক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মহেশখালী পৌরসভা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ উল্লাহ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মহেশখালী উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফি,আহ্বায়ক , কুতুবজোম ইউনিয়ন বিএনপি, মহেশখালী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলমগীর চৌধুরী, সদস্য সচিব, কুতুবজোম ইউনিয়ন বিএনপি, মহেশখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার কবির আহমদ,যুগ্ম আহ্বায়ক, কক্সবাজার জেলা মৎস্যজীবি দল, সাহাব উদ্দিন,যুগ্ম আহ্বায়ক, কক্সবাজার জেলা মৎস্যজীবি দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাহ উদ্দিন আহ্বায়ক ছোট মহেশখালী ইউনিয়ন যুব দলসহ ও ইফতার দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে গরীব অসহায় মেহনতী মানুষের পাশে থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিল।
Leave a Reply