তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে প্রশাসনের নানান আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা কতৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার আনুষ্ঠানিক ভাবে ফুলপুর গোলচত্ত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করের উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, থানা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন। এছাড়াও দিবসটি’কে কেন্দ্র করে ফুলপুরের সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনে স্ব-স্ব-উদ্যোগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন থানা এরিয়ায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য পর্যায়ের লোকজন। এ সময় ইউএনও’র সাথে সালামী মঞ্চে ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি। এতে উপজেলায় সর্বস্তরের মানুষের ভূমিকা ছিলো অসাধারণ। সাড়ে নয়টার দিকে উপজেলার ঠাকুর বাখাই, রামসোনা, মধ্যনগর, পয়ারী, ফতেপুর ডোবারপাড় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেমা পাঠ ও মোনাজাত করেন। পরে উপজেলা পরিষদ মিলনাতনে শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযুদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সৃত্রধরের সঞ্চালয় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র আহবায়ক মোতাহার হোসেন তালুকদার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি প্রশাসক ও চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর শহীদ মুক্তিযুদ্ধাগণের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে বা স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ এবং পতাকা দ্বারা সুসজ্জিত করতে দেখা যায়।
Leave a Reply