ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ– খুলনায় জমে উঠেছে ঈদের বেচাকেনা। বিপনী বিতানগুলিতে সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর মাত্র দু এক দিন পরে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর তাই নিজেকে সাজিয়ে তুলতে সবাই এখন ব্যস্ত কেনাকাটায়। খুলনা মহানগরীর পাশাপাশি দিঘলিয়ার পথের বাজারেও জমে উঠেছে ঈদের বেচাকেনা। শহরের বড় বড় বিপনী বিতান, শপিংমল ছাড়াও গ্রামের বাজার গুলিতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। খুলনার দিঘলিয়া উপজেলার সব থেকে পুরাতন এবং বড়বাজার এর নাম পথের বাজার। ঈদ উপলক্ষে এ বাজারে জুতা স্যান্ডেল, কসমেটিক্স এবং পোশাকের দোকান গুলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পছন্দের পোশাক এবং জুতা- স্যান্ডেল, কসমেটিকস কিনতে ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে। ঈদ উপলক্ষে টেইলারিং দোকান গুলিতেও কাজের চাপ বেড়েছে অনেক। চাপ সামলাতে মালিক কর্মচারী সবাই রাত দিন কাজ করছেন। তাদের লক্ষ্য একটাই গ্রাহককে সময়মতো কাজ ডেলিভারি দেওয়া। এ বাজারের গ্রাহকরা সময়মতো টেইলারিং দোকান থেকে কাজ ডেলিভারি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পথের বাজারের সেলুন গুলিতে অন্য সময়ের তুলনায় ঈদের এই পূর্ব মুহূর্তে প্রচুর গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেকটি সেলুনে গ্রাহকের সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। এই বাজারের ক্রেতারা বলছেন, এবারে কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি। তবে তারা পথের বাজারে কেনাকাটা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দেশের অন্যান্য বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই তারা পোশাক, জুতা স্যান্ডেল, এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয় করছেন। নগরীর বড় বড় বিপণীবিতান শপিংমলের পাশাপাশি ভিড় বেড়েছে গ্রামীণ হাটবাজারেও। এদিকে ঈদের কেনাকাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
Leave a Reply