আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনীকাঠি গ্রামের নুরে আলম খলিফার বাড়ীতে বার্ষিক মাইজভান্ডার অনুস্মরণে ওরশ মাহ্ফিল ও দরবারি সংগীত অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ মাহফিল নুরে আলম খলিফার পরিচালনায় রাতভর মিলাদ, দুরুদ, শ্যামা, গজল ও দরবারি সংগীত-সহ বিচ্ছেদ গান পরিবেশ করেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুলনা থেকে আগত রিনা পারভীন (রিনা বয়াতি) ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমা এবং দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ ভাববৈঠকী সংগীতশিল্পী আনোয়ারা (আনু)। যন্ত্রসংগীতে সহযোগিতা করের বাংলাদেশে শ্রেষ্ঠ বাউল কণ্ঠশিল্পী বড় আবুল সরকারের নিয়মিত বংশীবাদক আবুল কালাম (কাঠালিয়া), হামোনিয়ামে মোঃ মনির সিকদার (পটুয়াখালী), কাটি ঢোলে আসাদুজ্জামান (রাজাপুর), প্যাডে মোঃ মিন্টু (বাকেরগঞ্জ), মন্দিরায় রিফাত দেওয়ান (রাজাপুর), সাইড ভোকালে নাজমুল হোসেন (রাজাপুর)।সাউন্ড সিস্টেমে ছিলেন রুবেল সুমা সাউন্ড বাগরি বাজার, রাজাপুর। অনুষ্ঠানে রাজাপুর উপজেলাব্যাপী হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে তবারকের ব্যবস্থা করা হয়।
Leave a Reply