তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় লাল চাঁন নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটে ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টায় ময়মনসিংহ টু হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর বটতলা নামক স্থানে। নিহত লাল চাঁন(২৫) গৌরীপুর উপজেলার ডেউয়াখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামের মো. রজব আলীর ছেলে। তারাকান্দা থানা পুলিশের এসআই মো. আলাল উদ্দিন বলেন, তারাকান্দা বা আশপাশের কোনস্থানে যাত্রী নিয়ে ভাড়ায় আসে লাল চাঁন। পরে তাঁর অটোরিক্সাটির ব্যাটারীর চার্জ ফুরিয়ে যায়। উপায়ান্তর না দেখে ঠেলে ঠেলে অটো নিয়ে যাচ্ছিল। এভাবে মধুপুর বটতলা এলাকায় পৌছালে সেখানে অজ্ঞাত কোন গাড়ী ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যায় লাল চাঁন বলে জানিয়েছেন স্থানীয়রা। গভীর রাতে হওয়ায় প্রত্যক্ষদর্শী তেমন ছিলনা। খবর পেয়ে আমরা রাতেই লাল চাঁনের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। ঘাতক গাড়ীটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। থানায় আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।
Leave a Reply