ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনার দিঘলিয়ার উওর চন্দনীমহল ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফের ভাতিজীর বাড়িতে চুরির ঘটনায় জনতার হাতে ২ চোর আটক হয়েছে। স্থানীয় জনগণের ভাষ্যমতে এবং পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১১টায় বাড়ির পাঁচিল টপকে দরজার তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল পালানোর সময় জনতার ধাওয়ায় হাতেনাতে ধরা পড়ে সেনহাটি বরইতলাঘাট নিবাসী মোঃ বিল্লাল এর পুএ মোঃ ইয়ামিন (২২) এবং উওর কাশিপুর নিবাসী মোঃ হাসানের পুএ মোঃ সোহেল রানা (২৩)। বাকী একজন পালিয়ে যেতে সক্ষম হয়,সে উওর কাশিপুর নিবাসী মোহাম্মদ আলীর পুএ মোঃ মানিক(২৩)। সরজমিনে ভুক্তভোগী সাথী বেগম,স্বামীঃ মোঃ ইসমাইল (প্রবাসী),সাথে কথা বলে যানা যায়, গতকাল সন্ধ্যায় তিনি দুই সন্তানকে সাথে নিয়ে পাশ্ববর্তী বাবা শেখ মোহাম্মদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত আনুমানিক ১১টার সময় বাড়িতে ফিরে তালা ভাঙ্গা এবং ঘর এলোমেলো দেখে চুরি হয়েছে বুঝতে পারেন। এসময়,চুরির ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর তৎপরতায় হাতেনাতে ২জনকে ধরতে সমর্থ হয়।এলাকাবাসী ২জনকে ধরতে সামর্থ হলেও কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটকৃতদের কাছ থেকে চুরির মালামাল এবং বেশ কিছু অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।চুরির খবর পেয়ে সেনহাটি ফাড়িঁ পুলিশ ঘটনাস্থ পরিদর্শন পূর্বক জনতা কর্তৃক আটককৃত দুজনকে হেফাজতে নিয়েছেন।এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply