তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ১৪ এপ্রিল সোমবার ময়মনসিংহের ফুলপুর বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ঘুড়ি উৎসব, লাঠি ও দঁড়ি খেলা, লোকজ মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী নির্মিত বৈশাখী মেলার প্রধান গেইটের সামনে এসে শেষ হয়। এবং পিতা কেটে বৈশাখী মেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান ফারুক, ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, ময়মনসিংহ উত্তরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ.কে.এম আরিফুল হক সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা সে এক এক করে শুরু হয় সকল অনুষ্ঠান। ইউএনও বলেন, বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। এ সময় অন্যান্য বক্তারা বক্তব্যে বলেন, বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের।তবে শান্তিপূর্ণকে এ অনুষ্ঠানে যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
Leave a Reply