এম আবু হেনা সাগর, ঈদগাঁও:‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে ঈদগাঁওতে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ।(১৪ এপ্রিল) সোমবার সকালে নয়টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ষবরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। নববর্ষ বরণে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি সহকারী কমিশনার (ভুমি) এর নেতৃত্বে উপস্থিত ছিলেন- ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ইসলামাবাদ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক,শিক্ষার্থী জনপ্রতিনিধিও রাজনৈতিক নেতৃবৃন্দরা। শোভাযাত্রাটি বাজার, স্টেশন ও কবি নুরুল হুদা সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রাটি ঘোড়ার গাড়ীসহ বাদ্যযন্ত্রের তালে তালে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলেন।
Leave a Reply