ফিরোজ সরকার দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কারের ৩১ দফার গুরুত্ব তুলে ধরা এবং জনসম্পৃক্তিকে কেন্দ্র করে যুবসমাজকে উদ্বুদ্ধ করা। কর্মশালার বিশেষ সৌজন্য সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ নাঈম আদনান কমল। তিনি তাঁর বক্তব্যে বলেন:“রাষ্ট্র সংস্কারের চলমান প্রক্রিয়ায় ছাত্র সমাজই সবচেয়ে বড় চালিকাশক্তি। এ সময়ের তরুণদের জাগ্রত হয়ে আগামী দিনের আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”অনুষ্ঠানজুড়ে ছিল মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে কার্যকর মতবিনিময়।
Leave a Reply