তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবাদী ও কমিশন বাতিল। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূনর্বহাল। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার। ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের উপর গণহ’ত্যা ও নিপীড়ন বন্ধের দাবীতে প্রতিবাদে ফুলপুরে হেফাজতে ইসলাম এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামের উদ্যোগে ২৫শে এপ্রিল শুক্রবার বাদ জুমা উপজেলার বিভিন্ন স্থান থেকে দলবদ্ধ হয়ে মুসলিমজনতা এসে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়। সেখান থেকে ফিরে গোল চত্বরের আরেকটু সামনে যায়। এরপর ওখান থেকে ফিরে গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শায়খে বালিয়ার খলিফা ইত্তেফাক নেতা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাইন উদ্দিন,জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। সমাবেশ শেষে সকল মুসলিমদেরকে আগামী ৩রা মে ২০২৫ইং তারিখ ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ কে বাস্তবায়নের লক্ষ্যে যোগ দিতে আমন্ত্রণ করেন।
Leave a Reply